একনজরে ইন্টারএইডের সাফল্যের ২০ বছর

খুলনার সেরা কোচিং সেন্টার হিসেবে ইন্টারএইড টানা ৮ বছর ধরে তাদের সেবা প্রদান করছে। আমরা মূলত PEC, JSC, SSC এবং HSC পরীক্ষার্থীদের জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষায় ফোকাস করি। আমাদের শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের ফলাফল 2021 এসএসসি এবং এইচএসসি সমগ্র খুলনা জুড়ে সম্মান ও প্রশংসা অর্জন করেছে।
আমাদের কোচিং সেন্টার শুরু থেকেই আনুষ্ঠানিক শিক্ষার সার্বিক উন্নয়নে জড়িত। একজন পরামর্শদাতা হিসেবে, আমাদের শিক্ষকরা শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শৃঙ্খলা, নৈতিকতা, আধুনিক শিক্ষার পদ্ধতি এবং সততার সমন্বয় শিক্ষার প্রতিটি স্তরে কঠোর পরিশ্রম করছে যাতে আপনার সন্তান কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
InterAiD প্রতিষ্ঠালগ্ন থেকে নিয়োজিত রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্বিক উন্নয়ন কল্পে। মেন্টর হিসেবে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান উন্নয়নকল্পে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শৃংখলা, নৈতিকতা, আধুনিক পাঠদান পদ্ধতি ও সততার সমন্বয়প শিক্ষার প্রতিটি স্তরে নিবিঢ়ভাবে কাজ করে যাচ্ছে যেন আপনার সন্তাত কাংখিত লক্ষ্যে পৌছাতে পারে। ফলাফল স্বরূপ আমরা পেয়েছি আাত্মবিশ্বাস ও আপনাদের আশীর্বাদ।
InterAiD এর সাধারণ বৈশিষ্ট্যঃ
👉 বোর্ড অনুরূপ উন্নত কোর্স কারিকুলাম।
👉 স্কুল ও কলেজের অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা সৃজনশীল বিষয়ে পাঠদান।
👉 মাস্টার ট্রেইনার দ্বারা নির্ভূল সৃজনশীল প্রশ্নপত্র প্রনয়ন।
👉 ধারাবাহিক পাঠমুল্যায়ন পদ্ধতি।
👉 কম্পিউটার Based OMR Sheet এ পরীক্ষা গ্রহণ।
👉 কম্পিউটার Based রেজাল্ট সীট প্রদান।
👉 শীতাতপ নিয়ন্ত্রিত পাঠদান কক্ষ।
👉 দূর্বল শীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা।
July 23, 2020 at 9:32 am